Chera Dairy 38
একদিন তুমি আমার প্রতিক্ষায় অশ্রু হারা হবে
মরুদ্যান রুপান্তরিত হবে মরুভুমিতে
একদিন তুমি আশাহত হবে,
হবে বেদনাইয় নীলহারাবে অতল চোরাবালিতে ।।
তোমার অপেক্ষায় ছিলাম,
গুনেছিলাম প্রতিটি প্রহর
হাড়িয়ে ছিলাম গহিন আধারে
তুমি তাকিয়েছিলে প্রচ্ছন্ন এক অবহেলা নিয়ে
গুড়িয়েছিলে আমার রঙ্গিন ষপ্নটারে ।।
********************************SH040308
