মন আয়না

কি নিয়ে লিখি তাই ভাবছিলাম অনেক দিন লেখা হয়না,একটু আগে বেশ পুরাতন একটা ছবি আবার দেখলাম CLOD MOUNTAIN ছবিটা যতবার দেখি ততবারই এক অজানা আবেগ আমাকে ঘিরে রাখে, অজানা বলাটা বোধ করি ঠিক হলোনা ...হ্যা ভালবাসার এক ইন্দ্রজাল আমাকে ঘিরে থাকে ... কি ভিশন সে আবেগ তার কোন শুরু নেই, নেই কোন শেষ, আবেগের এই ইন্দ্রজাল থেকে আমাদের কোন মুক্তি নেই।
হাজার বছরের এই পুরাতন পৃথিবী আজো নতুন লাগে মনে হই নবযৌবনা দরন্ত কিশোরী এই প্রকীতি, এই আকাশ, এই বাতাস, এই চন্দ্র, এই সূ্র্য, এই যে ষড়ঋতূর খেলা মহিতো করে ... উদ্দীপ্ত করে নতুন করে বাচতে...ভালবাসতে। কিশোরীর অবাক চাহোনী, সীমানা পেরুবার অদম্য ইচ্ছে, নিয়ম ভাংগার নিয়ম শেখা, কুয়াশা ভেজা শীতের সকাল, শীউলীর শুরভী চঞ্চল করেছিল কবিমন কে হাজার বছর আগে, চঞ্চল করে আজো, হয়তো চঞ্চল করবে আগামীকেও।
মাঝে মাঝে মনে হয় এই আবেগ এই ভাল লাগা এত ভালবাসা কেন হারিয়ে যায় সময়ে, আমাদের শেষ নিঃশাষের সাথে। জানতে ইচ্ছে করে কি হয় যখন নির্মম শীতল ছোয়া মৃতূয়্য এসে ছুয়ে যায় ......
