লাল গোলাপ



শুধু একটা লাল গোলাপের জন্নে

একটা লাল গোলাপের জন্নে
আমি হন্নে হয়ে ঘুরে বেরিয়েছি
আকাশ-নদী, পাহাড়-সমুদ্রুর,
মাস-বছর ষড় ঋতূ,এমন কি
পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম,
উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ ...

একটা লাল গোলাপের জন্নে
আমি হন্নে হয়ে ঘুরে বেরিয়েছি
আমার ক্ষুধা ছিলনা,
আমার তৃষনা ছিলনা,
ছিলনা কোন অবষাদ
আমি অক্লান্ত, বোধ শক্তিহীন
একটা প্রানীতে রূপান্তরিতো হয়েছিলাম
ছুটেছিলাম মাইল, ক্রোশ,
হাজারো গ্রা্ম, বন্দর, শহর উপ-শহর ।

আমি আমার কৈশরকে বির্ষজন দিয়েছি,
বির্ষজন দিয়েছি যৈাবনকে
আমি হন্নে হয়ে ঘুরে বেরিয়েছি
আমার দিন ছিলোনা, রাত ছিলোনা,
সকাল ছিলোনা সন্ধ্যা ছিলনা.

শুধু একটা লাল গোলাপের জন্নে

Popular Posts