স্বগতঃ উক্তি আমার তোমার জন্যে
জ়ীবনকে বড্ড বাঁধা বেধেছি এবার,
আমার অবাঁধ চিন্তা চেতনা, সিমাহীন ভাবনা
সব কিছুকে পরিয়ে দিয়েছি শৃঙ্খল;
শুধু তোমার কাছে নিজেকে সমার্পন করবো বলে ।
ক্যানভাস থেকে তুলে নিয়েছি সব রঙ,
সাদা আর কালোর বিমূর্ত সব ছবিতে সাজিয়েছি জীবন,
রঙ্গীন প্রজাপতি আর ওড়েনা, বিমোহীত হইনা অনেক দিন;
জানালার কপাট গুলো এটেছি বড্ড নিপূন হাতে,
শুধু তোমার কাছে নিজেকে সমার্পন করবো বলে।
জ়ীবনকে বড্ড বাঁধা বেধেছি এবার,
দৃষ্টি এখন প্রসারিত করিনা, চোখের তারায় স্বপ্ন বুনিনা
গদ্য পদ্য আর লিখিনা, হারানোদিনের গান শুনিনা
পুরানো বন্ধুর খোঁজ রাখিনা,প্রিয় পদ্যের লাইন পড়িনা,
শুধু তোমার কাছে নিজেকে সমার্পন করবো বলে।
এখন আর ফুল তুলিনা, গুন গুন গান করিনা
সবুজ ঘাসে শিশির বিন্দু আর খুঁজিনা,
নরম আলোর সূর্য রস্মি আর মাখিনা,
ঘরের কোনে পরা সেতার তাও সাধিনা
শুধু তোমার কাছে নিজেকে সমার্পন করবো বলে।
জ়ীবনকে বড্ড বাঁধা বেধেছি এবার,
জানালা গুলো এটেছি বড্ড নিপূন হাতে
দরজার কপাট গুলে ঠেসেছি নির্দয় ভাবে,
নিজেকে করেছি বিচ্ছিন্ন শত বিষন্নতা ঠেলে
শুধু তোমার কাছে নিজেকে সমার্পন করবো বলে।
SH 15 VIII 2010
আমার অবাঁধ চিন্তা চেতনা, সিমাহীন ভাবনা
সব কিছুকে পরিয়ে দিয়েছি শৃঙ্খল;
শুধু তোমার কাছে নিজেকে সমার্পন করবো বলে ।
ক্যানভাস থেকে তুলে নিয়েছি সব রঙ,
সাদা আর কালোর বিমূর্ত সব ছবিতে সাজিয়েছি জীবন,
রঙ্গীন প্রজাপতি আর ওড়েনা, বিমোহীত হইনা অনেক দিন;
জানালার কপাট গুলো এটেছি বড্ড নিপূন হাতে,
শুধু তোমার কাছে নিজেকে সমার্পন করবো বলে।
জ়ীবনকে বড্ড বাঁধা বেধেছি এবার,
দৃষ্টি এখন প্রসারিত করিনা, চোখের তারায় স্বপ্ন বুনিনা
গদ্য পদ্য আর লিখিনা, হারানোদিনের গান শুনিনা
পুরানো বন্ধুর খোঁজ রাখিনা,প্রিয় পদ্যের লাইন পড়িনা,
শুধু তোমার কাছে নিজেকে সমার্পন করবো বলে।
এখন আর ফুল তুলিনা, গুন গুন গান করিনা
সবুজ ঘাসে শিশির বিন্দু আর খুঁজিনা,
নরম আলোর সূর্য রস্মি আর মাখিনা,
ঘরের কোনে পরা সেতার তাও সাধিনা
শুধু তোমার কাছে নিজেকে সমার্পন করবো বলে।
জ়ীবনকে বড্ড বাঁধা বেধেছি এবার,
জানালা গুলো এটেছি বড্ড নিপূন হাতে
দরজার কপাট গুলে ঠেসেছি নির্দয় ভাবে,
নিজেকে করেছি বিচ্ছিন্ন শত বিষন্নতা ঠেলে
শুধু তোমার কাছে নিজেকে সমার্পন করবো বলে।
SH 15 VIII 2010
