ঘুম আসেনা
ঘুম আসেনা ।
ক্লান্ত শয়ন, রক্ত নয়ন, ঘুম আসেনা ।
রাত নেমেছে, ঘুম আসেনা ।
অভিমানি মন মানেনা, ঘুম আসেনা ।
এপাশ-ওপাশ রাত কেটে যায়,
ক্লান্ত প্রদীপ তাও নিভে যায়, ঘুম আসেনা ।
আবোল-তাবোল ভাবনা গুলোর ঝড় বয়ে যায়,
নিঃস্ব ঝিঁ-ঝিঁ র তাল্ কেটে যায়, ঘুম আসেনা ।
একাই শুধু জেগে থাকি, ঘুম আসেনা ।
দূরে কোথাও মোহন বাশিঁ,
দু'চোখ ভরা সর্বনাশী, ঘুম আসেনা ।
রাতের পরে রাত কেটে যায়, ঘুম আসেনা ।
আপন মনে কষ্ট পুশি কেউ জানেনা,
বুকের ভেতর রক্ত ক্ষরণ কেউ দেখেনা, ঘুম আসেনা ।
এপাশ-ওপাশ রাত কেটে যায়, ঘুম আসেনা ।
ঘুম আসেনা ।
ক্লান্ত শয়ন, রক্ত নয়ন, ঘুম আসেনা ।
রাত নেমেছে, ঘুম আসেনা ।
ক্লান্ত শয়ন, রক্ত নয়ন, ঘুম আসেনা ।
রাত নেমেছে, ঘুম আসেনা ।
অভিমানি মন মানেনা, ঘুম আসেনা ।
এপাশ-ওপাশ রাত কেটে যায়,
ক্লান্ত প্রদীপ তাও নিভে যায়, ঘুম আসেনা ।
আবোল-তাবোল ভাবনা গুলোর ঝড় বয়ে যায়,
নিঃস্ব ঝিঁ-ঝিঁ র তাল্ কেটে যায়, ঘুম আসেনা ।
একাই শুধু জেগে থাকি, ঘুম আসেনা ।
দূরে কোথাও মোহন বাশিঁ,
দু'চোখ ভরা সর্বনাশী, ঘুম আসেনা ।
রাতের পরে রাত কেটে যায়, ঘুম আসেনা ।
আপন মনে কষ্ট পুশি কেউ জানেনা,
বুকের ভেতর রক্ত ক্ষরণ কেউ দেখেনা, ঘুম আসেনা ।
এপাশ-ওপাশ রাত কেটে যায়, ঘুম আসেনা ।
ঘুম আসেনা ।
ক্লান্ত শয়ন, রক্ত নয়ন, ঘুম আসেনা ।
রাত নেমেছে, ঘুম আসেনা ।

